• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারের বিরুদ্ধে লড়াই করার: মির্জা ফখরুল

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৩
সরকারের বিরুদ্ধে লড়াই করার: মির্জা ফখরুল

Sharing is caring!

সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সরকারকে ‘ভোট চোর’ ও ‘নিশিরাতের সরকার’ অ্যাখা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন সময় এসেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করার, ভোট চোর সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, দেশের স্বাধীনতা রক্ষা করার, তারেক জিয়াকে নির্বাসিত জীবন থেকে রক্ষা করার, ইকবাল হাসান মাহমুদ ও আমান উল্লাহ আমানের মত ৪০ লাখ নেতাকর্মীকে মামলা ও সাজা থেকে মুক্ত করার।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া সাজা বহাল রাখার প্রতিবাদে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত গণপ্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘কোনোভাবেই আর ভোট চুরি বরদাস্ত করা হবে না। এমনকি ভোট চোর সরকারের অধীনে নির্বাচনও নয়। এ সরকারের অধীনে ভোট চুরি হবেই। তাই নির্বাচনের আগে এ সরকারকে অবশ্যই পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার আগে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিতে হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের মত সকল নেতাকর্মীর মামলা-সাজা বাতিল করতে হবে। ফরমায়েসি রায় বহাল রেখে, আর নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে সরকারের এবার শেষ রক্ষা হবে না।’তিনি বলেন, ‘র‍্যাব কর্মকর্তারা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত দেখেই আমেরিকা তাদের ওপর কড়াকড়ি শর্তারোপ করেছে। আমেরিকাও এবার পরিষ্কার করে বলে দিয়েছে ‘যারা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড করবে, রাতের অন্ধকারে ভোট চুরি করবে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।’ এ সময় বিএনপি মহাসচিব বলেন, আদালত ইকবাল হাসান মাহমুদকে সাজা দিলেও সিরাজগঞ্জের লাখ লাখ জনসাধারণের মাঝ থেকে কেড়ে নিতে পারবে না। সিরাজগঞ্জের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে, এখন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করবে। জেলা বিএনপির সভাপতি রুমান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণপ্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কামরুজ্জামান রতন ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

৫০৪ পড়েছেন