• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএমএসএস সিলেটের বিশাল মানববন্ধন

admin
প্রকাশিত জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএমএসএস সিলেটের বিশাল মানববন্ধন

Sharing is caring!

স্টাফ রিপোর্টার:  ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যা ও বিএমএসএস নেতৃবৃন্দ সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, সাজানো মিথ্যা মামলা-হামলার প্রতিবাদে বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।  বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক ভাটি বাংলা প্রধান সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএমএসএস কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হানিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার-সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাসস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল – হেলাল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব তারা মিয়া, বিএমএসএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র সহ সভাপতি মোশাররফ হোসেন খান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাটি বাংলা মিডিয়া গ্রুপ লিমিটেড এর মেনেজিং ডাইরেক্ট ও বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাইরেক্টর রেদোওয়ান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর আব্দুল গফফার, উপকূল মানবাধিকার এর সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ মকবুল হোসেন, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার চৌধুরী, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধি ফয়সল কাদির, সহ-সম্পাদক শামছুর রহমান যাবেদ, সহ-সম্পাদক আব্দুল মুকিত, শিল্প ও বানিজ্য সম্পাদক আক্তার হোসেন, বিমএসএস সিলেট বিভাগীয় সহকারী সম্পাদক ফোজায়েল আহমদ, সহকারী সম্পাদক মো: নুরুল আমিন, সহ দপ্তর সম্পাদক রাহাদ আহমেদ আরিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ শহীদ আহমেদ খান, কাওছার আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ফয়সাল মাহবুব, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো: ইউসুফ, সিলেট বিভাগ বিএমএসএস নির্বাহী সদস্য এনাম উদ্দীন সামী, মো: লিমন আহমদ প্রমূখ সহ বৈরী আবহাওয়া সত্ত্বেও বিপুল সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীদের হাতে একের পর এক মেধাবী সাংবাদিক খুন হচ্ছেন। সাংবাদিক হত্যাকারি সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকতার মতো মহান পেশা আজ ঝুঁকির সম্মুখীন। সরকার যদি এব্যাপারে তরিৎ গতিতে কোনো পদক্ষেপ না নিতে পারেন মেধাবী সাংবাদিকরা এ পেশা ভবিষ্যতে ছেড়ে দেওয়ার পথ বেছে নিবেন।
বক্তারা আরো বলেন, গোলাম কিবরিয়া নাদিম হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। আর নাদিম খুনের সাথে যারা সরাসরি জড়িত অর্থাৎ মামলায় এজাহারভূক্ত প্রধান প্রধান আসামীকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

৬৭৮ পড়েছেন