• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে রেড-ক্রিসেন্টের চারা ও সবজি বীজ বিতরণ

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৩
কানাইঘাটে রেড-ক্রিসেন্টের চারা ও সবজি বীজ বিতরণ

Sharing is caring!

এইজ ডেস্ক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে কানাইঘাট উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন ফলজ ও ঔষধী জাতের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, রেড-ক্রিসেন্ট সিলেট ইউনিট এর যুব প্রধান পলাশ গুণ প্রমূখ। উল্লেখ্য এর আগে সকালে সাতবাঁক ইউপি কমপ্লেক্সে ৮০ টি পরিবারের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

৬৩৯ পড়েছেন