• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২, ২০২৩
সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

Sharing is caring!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের গোবিন্দপুরে হাওরে নৌকাডুবিতে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভা্ইবোন। রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হল, গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রবিউল (৩)। মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

৫২৩ পড়েছেন