স্টাফ রির্পোটার : অদ্য ২১/০৭/২০২৩ ইং তারিখে রাত অনুমান 22.১৫ ঘটিকায় মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন এর নেতৃত্বে এসআই/মো: লোকমান হোসাইন, এসআই/আবুল হোসেন, এসআই/ শশধর বিশ্বাস, এসআই/ সৈয়দ শাফী মাহমুদ রাসেল, এসআই/নিবন্ধু দাস, এএসআই/আয়াতুল্লাহ, এএসআই/আব্দুর রহিম, এএসআই/সাদিকুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন জিঞ্জিরশাহ মাজার, কীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। সোহাগ মিয়া (২২), পিতা-মো: হারুন মিয়া, সাং- ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। সালেক মিয়া (৪০), পিতা-মৃত ময়না মিয়া, সাং-চাঁদনীঘাট, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। আমিরুল ইসলাম (৪০), পিতা-মৃত মকছেদ সরদার, সাং-নওদা কল্যাণপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, বর্তমানে মেটাল প্লাস, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। মো: সুজন মিয়া (৪০), পিতা-মৃত রইছ আলী, সাং-বাহাপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। রণরায় (৩৮), পিতা-মৃত ননি গোপাল রায়, সাং-আনন্দপুর, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- মুছারগাঁও, তাজুল মিয়ার কলোনী, সাউথ সুরমা সিএনজি পাম্পের পাশে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৬। আলম (২৫), পিতা-ইছাক আলী, সাং-শিমুলতলা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে জেলরোড, মুর্শেদের বাড়ী, থানা-কোতয়ালী, জেলা- সিলেট, ৭। খালেদ আহমদ (২৬), পিতা-রুয়াব আলী, সাং-রপিপুর, নোয়াবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৮। রাজন মিয়া (২০), পিতা-ওয়ারিছ আলী, সাং-রপিপুর, নোয়াবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৯। আব্দুল কালাম (৪৭), পিতা-মৃত সাজিদ উল্লাহ, সাং-মজিদপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ১০। সজল সুত্রধর (৩৮), পিতা-মহেশ সূত্রধর, সাং-দাওরাই, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বালুচর, থানা- শাহপরান (রহ:), জেলা-সিলেট, ১১। নিখিল পাল (৪৫), পিতা-বীরেন্দ্র পাল, সাং-চাঁদনীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের'কে জুয়া খেলার স্থান হইতে জুয়া খেলার সামগ্রী সহ আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামসুদ্দোহা,পিপিএম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com