• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত

Sharing is caring!

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা কেন্দ্রকে করে দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু হানিফ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হানিফ কলোনীপাড়ার রফিকুল ইসলামের ছেলে এবং আজমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। আহতদের মধ্যে মতিয়ার, রফিকুল, শফিকুল ও আতিয়ারকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে কৃষক একাদশ ও ব্যবসায়ী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার বিরতিতে কৃষক একাদশ খেলোয়াড় বদল করতে গেলে তাতে বাধা দেয় ব্যবসায়ী একাদশ। এ নিয়ে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় আবু হানিফসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন জানান, আবু হানিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় একাধিক আঘাত চিহ্ন রয়েছে। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এদিকে মহেশপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিয়ার রহমান জানান, সংঘর্ষের সময় আবু হানিফের মৃত্যু হয়েছে।

৪৬৪ পড়েছেন