• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পীরগাছায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
পীরগাছায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুরের পীরগাছায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিমদেবু এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত দেড় টার দিকে আব্দুর রহিম মালেক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২৭.৮২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন, মোঃ আব্দুর রহিম মালেক (৩৫),শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুছ (৫৫), মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২১) ও মোঃ আব্দুর রহিম বাদশা (২২)। আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান। তিনি বলেন, পীরগাছা থানাধীন পশ্চিমদেবু মৌজাস্থ আসামী মোঃ আব্দুর রহিম মালেক(৩৫)এর বসতবাড়ির অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭.৮২ (সাতাশ দশমিক আট দুই) গ্রাম হেরোইন যার মোট মূল্য-৮৩,৪৬০/- (তিরাশি হাজার চারশত ষাট) টাকা, মাদক বিক্রয়ের নগদ ৯২৯০ টাকা এবং ০৩ টি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি মাসুমুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

৬৩৪ পড়েছেন