Sharing is caring!
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি। জেলা ও উপজেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল করা হয়। এসময় গ্রেপ্তার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা মাজেদুর রহমান জুয়েলের নিঃশর্ত মুক্তি ও শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, আমিনুল ইসলাম শাহীন, জিহাদুল ইসলাম জিহাদ, যুবদল নেতা তরিকুল ইসলাম, আইয়ুব আলী মণ্ডল, আপেল মাহমুদ, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা কাওছার আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিরোধীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। তাই মামলা-হামলার পথ বেছে নিয়েছে। এখনও সময় আছে, এই পথ পরিহার করুন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। অন্যথায় পালানোর কোনো পথ পাবেন না।’ এদিকে বিক্ষোভ মিছিলে বাধার বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশ বাধা দেয় না। পৌর বিএনপির কর্মসূচি পালনের ক্ষেত্রেও সেটিই করা হয়েছে। তবে মহাসড়কে মিছিল করলে যানজটের সৃষ্টি হয়। তাই মহাসড়কে তাদের মিছিল করতে দেওয়া হয়নি।
৬৪৩ পড়েছেন