Sharing is caring!
সিলেট এইজ : সিলেটে ছাত্রলীগ পরিচয়ে পিকআপ ভ্যান চালককে ছুরিকাঘাত করে গরু ছিনতাইর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নগরীর নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে নাইওরপুল-সোবহানীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ৬টি গরু নগরীতে নিয়ে আসা হয়। পিকআপ ভ্যানটি নাইওরপুল এলাকায় আসার পর কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানটি আটকায়। এরপর তারা নিজেদেরকে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দিয়ে চালককে ছুরিকাঘাত করে একটি গরু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে পরিবহন শ্রমিকরা নাইওরপুল এলাকায় জড়ো হন। তারা নাইওরপুল-সোবহানীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পেয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে অবরোধ প্রত্যাহার করান। ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬১২ পড়েছেন