Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালতে বিচার প্রক্রিয়ায় যেন দীর্ঘসূত্রিতা না হয় সেজন্য বিজ্ঞ আদালত কর্তৃক নির্দেশিত গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ০৫ টি সাজা পরোয়ানাসহ ৩১ টি গ্রেফতারি পরোয়ানা তামিল করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েেেছ। এরমধ্যে বিশ^নাথ থানায় ০১টি সাজাসহ ০৬টি, ওসমানীনগর থানায় ০৩টি সাজাসহ ০৬টি, গোলাগগঞ্জে ০২টি সাজাসহ ০৮টি, বিয়ানীবাজারে ০১টি সাজাসহ ০২টি, কানাইঘাটে ০৪টি, জৈন্তাপুরে ০২টি ও গোয়াইনঘাটে ০৩টি গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪৬৯ পড়েছেন