Sharing is caring!
সিলেট এইজ : গোলাপগঞ্জে পৃথক পৃথক অভিযানে ৮ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো লক্ষণাবন্দ ইউনিয়নের মোল্লাটিকর গ্রামের নূর উদ্দিনের পুত্র সুহেদ আহমদ ইমন, ঢাকাদক্ষিণ ইউনিয়মের দত্তরাইল গ্রামের হারই মিয়ার পুত্র রাহাদ আহমদ, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের মোঃ তাহির আলীর পুত্র জুনেদ আহমদ জুবের, ছিটা ফুলবাড়ি গ্রামের মছির আলীর পুত্র কামরুল ইসলাম যিনি সিআর মামলায় সাজাপ্রাপ্ত, সরস্বতী গ্রামের মৃত ফুরকান আলীর পুত্র আইয়ুব আলী, গোটাটিকর গ্রামের প্রমেশ রুদ্র পালের পুত্র সিতাংশু রুদ্র পাল। এর মধ্যে জুনেদ আহমদ জুবেরের বিরুদ্ধে ৩টি ভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৪৬০ পড়েছেন