Sharing is caring!
সিলেট এইজ : আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “অমরাবতি”র উদ্যোগে সিলেটের ওসমানীনগর ও দক্ষিণ সুরমা এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে ওসমানী নগর উপজেলার চিন্তামনি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সুরমার নাজির বাজার – মাদ্রাসা বাজার সড়কের পাশে ফলজ, বনজ ও ফুলের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন উপলক্ষে চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অমরাবতির উদ্দ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃক্ষপ্রেমী ডাঃ আব্দুল গফ্ফার উমরা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জাহানারা বেগম। যুব সংগঠক ফয়সল খানের পরিচালনায় ও কামরান আলী ও সাইফুল ইসলামের সার্বিক ব্যাবস্হাপনায় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা সুলতানা, সোমা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপর্ণা রায়, আব্দুল হাদি মুক্তা,সমাজ সেবক হেলাল আহমদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম খান, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ, রাজনীতিবিদ লুৎফুর রহমান, সাহিন মিয়া, আব্দুস সাত্তার, সাব্বির আহমদ প্রমূখ। সভায় অমরাতির এ প্রসংশনীয় কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ এর ধারাবাহিকতা রক্ষার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
৫৯২ পড়েছেন