
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা’কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।রোববার বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও পোর্ট্রেট প্রদান করা হয়। এছাড়া ইনসার্ভিস ট্রেনিং সেন্ট্রার কম্যান্ডেন্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে, জেলা পুলিশের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই জেলায় ২৩ আগস্ট ২০২২ সালে যোগদানের পর থেকে সকলের সহযোগিতা ও পেশাদারিত্বের মনোভাব ও নিষ্ঠার কারণে জেলার সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com