
বিনোদন জগত: ছাত্রদের আন্দোলনে বিজয়ী হওয়ার পর জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’৫২, ’৬৯ ও ’৯০-এর মতো ’২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে। হানিফ সংকেত আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব। মপ্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের মতপ্রকাশ করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা মতপ্রকাশের মাধ্যম হিসেবে সোশ্যাল মাধ্যম ফেসবুককে বেছে নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com