Sharing is caring!
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে কোট সংস্কারের আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী দৈনিক সমকালের হিসাবে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ৬ দিনে স্বেচ্ছায় আত্মদানকারী শহীদ আবু সাঈদ সহ ২০৮ জনের প্রাণহানী ঘটেছে। এরপরেই দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীর সহায়তাকারী ব্যক্তিদের গদিতে কম্পন শুরু হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন সহ স্বাধীনতার পর কোন আন্দোলনে এত প্রাণহানী ঘটেনি। এই কোটা সংস্কার আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়ে গণঅভ্যুত্থানে পরিণত হয়। এই অভ্যুত্থানের পর সিলেট নগরী সহ সারাদেশে এক শ্রেণির সুযোগ সন্ধানীরা আন্দোলনকারী সেজে সরকারি-বেসরকারি স্থাপনা অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জাতীয় ব্যক্তিত্বগণ উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যমে আছেন।
বৈষম্যবিরোধী ছাত্রনেতৃবৃন্দ পরিষ্কার করে বলেছেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করে এমন একটি সরকার গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোন ধরনের ফ্যাসিবাদী ও স্বৈরতন্ত্র না আসতে পারে। নতুন করে সমন্বয় কমিটিতে নিযুক্ত বা যুক্ত কাউকে করা হবে না। কারণ দেশে বৈষম্য ব্যতিত বর্তমান বাংলাদেশ সংগঠিত কোন শক্তি নেই। নেতৃবৃন্দ সিলেট সহ সারাদেশে সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে ছাত্র সমাজ, সচেতন নাগরিকবৃন্দ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, শত শত শহীদের রক্তে বিনিময়ে অর্জিত মহাগণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত বন্ধ করতে সবাইকে সম্মিলত ভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
৪৪৮ পড়েছেন