• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সিটি প্রেসক্লাবের জরুরী সভা সম্পন্ন : নতুন সদস্য আহবান

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
সিলেট সিটি প্রেসক্লাবের জরুরী সভা সম্পন্ন : নতুন সদস্য আহবান

Sharing is caring!

প্রেসবিজ্ঞপ্তি: দেশের জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সিলেটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট সিটি প্রেসক্লাবের জরুরী সভা সম্পন্ন হয়েছে। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের (৪র্থ তলায়) অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলার বারুদ এর নির্বাহী সম্পাদক মো. বাবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দি এশিয়ান এইজ এর সিলেট ব্যুরোচীফ মো.আব্দুল হালিম সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাকের বিভাগীয় প্রতিনিধি আজিজুল হক, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি ফারুক আহমদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ এমরান, ডেইলি এশিয়ান এইজ এর ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু, দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক আশরাফ উল্লাহ ইমন। আরো ছিলেন, জনতার ডাক ২৪ডটকম সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক যায়যায় দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ, জাতীয় অর্থনীতির সিলেট ব্যুরোচীফ মাহবুব আহমদ প্রমুখ।  জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সিলেটে কর্মরত আগ্রহী সাংবাদিকরা সিটি প্রেসক্লাবের সদস্য হতে ক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে সদস্য ফর্স সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন। পরবর্তী সভা আগামী শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪ঘটিকায় বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের (৪র্থ তলাস্থ) অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামী সভায় প্রেসক্লাবের সব সদস্যদের যথা সময়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

৩৫১ পড়েছেন