
স্টাফ রির্পোটার: গ্যাস বিল বকেয়া থাকায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের মালিকাধীন একটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেড। সেই ফিলিং স্টেশনের নাম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন। ষ্টেশনটির কাছে ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া পাওনার দাবি জালালাবাদ গ্যাস কতৃপক্ষের। বুধবার (১৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করা দেয়া হয়েছে। সিএনজি ফিলিং ষ্টেশনের কাছে ৩ মাসের গ্যাস বিল বকেয়া পাওনা রয়েছে। প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়ে আছেন ফিলিং ষ্টেশনের মালিক নুরুল হুদা মুকুট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com