• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট এসএমপি উত্তরের ডিসি হলেন জাবেদ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
সিলেট এসএমপি উত্তরের ডিসি হলেন জাবেদ

Sharing is caring!

স্টাফ রির্পোটার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ডিসি) উত্তরের দায়িত্ব পেয়েছেন এসপি পদমর্যাদার মোহাম্মদ জাবেদুর রহমান। এর আগে তিনি এসএমপির উপকমিশনারের (পিওএম, প্রটেকশন অ্যান্ড প্রটোকল) দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত আদেশে এই দায়িত্ব দেওয়া হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ জাবেদুর রহমান ২৪তম বিসিএসে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। রাজনৈতিক কারণে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি ও ভালো পোস্টিং বঞ্চিত ছিলেন তিনি। গত ১০ আগস্ট পর্যন্ত এসএমপির উপকমিশনারের (উত্তর) দায়িত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে ১০ আগস্ট তাঁকে সরিয়ে উপকমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি মোহা. সোহেল রেজাকে দায়িত্ব (ভারপ্রাপ্ত) দেন এসএমপি কমিশনার। এখন থেকে আজবাহার আলী শেখের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ জাবেদুর রহমান।

২১৮ পড়েছেন