• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার বিরুদ্ধে সিলেট নাশকতা ও বিস্ফোরকের আরেকটি মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে সিলেট নাশকতা ও বিস্ফোরকের আরেকটি মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে সিলেট নাশকতা ও বিস্ফোরকের আরেকটি মামলা

Sharing is caring!

নাশকতা ও বিস্ফোরকের আরেকটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এতে হাসিনাসহ ১৩৯ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেছেন কাজীটুলা উচাসড়ক এলাকারা বাসীন্দা, বাবুল মিয়ার ছেলে মো. সুহেল আহমদ।অভিযোগটি আমলে নিয়েছেন আদালত।

অভিযোগে উল্লখ্য করা হয়, ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় কাজীটুলা এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়।

মামলায় উল্লেখযোগ্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকেও আসামি করা হয়েছে।

এর আগেও সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

২২৮ পড়েছেন