• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতায়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৪
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতায়

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতায়

Sharing is caring!

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ৬ আগস্ট সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে। অসংখ্য হত্যা মামলাও হয়ে তাদের বিরুদ্ধে। এরমধ্যেই জানা গেলে রাহেল সিরাজ কলকাতায় অবস্থান করছেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতা শহরের মধ্যে হাঁটাহাঁটি করছেন। একপর্যায়ে একটি দোকানে গিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ঐ ব্যক্তি পরিচয় শনাক্ত হওয়া যায়নি।

ভিডিওতে কলকাতার আভিজাত্য হলুদ ট্যাক্সিও দেখা গেছে। ভিডিওটি কলকাতা শহরের নিউ মার্কেট এলাকা বলে ধারণা করা হচ্ছে।

২৭১ পড়েছেন