Sharing is caring!
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়?’, ‘সবাই যখন সর্গে, ইবি কেন মর্গে?’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’ ও ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’ সহ নানা স্লোগান দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইবিতে এখনও উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ঠিকমতো আমাদের ক্লাস হচ্ছে না। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হোক। সেই সঙ্গে একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানাই। আমরা একজন শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই, যিনি শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কাজ করে যাবেন।
তারা আরও বলেন, আমরা অনতিবিলম্বে ইবিতে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ইবিতে এমন একজন ভিসি দিতে হবে, যিনি আমাদের শিক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করবেন। আমরা যদি জানতে পারি আমাদের ভিসি দুর্নীতিবাজ অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে তাহলে আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেই ঢুকতে দেব না। ভিসি নিয়োগ না হওয়া আমাদের এ আন্দোলন চলতে থাকবে।
৩৫৮ পড়েছেন