
ছাতক উপজেলার ৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অদুদ আলম সুনামগঞ্জ জেলার ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪ আগস্ট সিলেটে ছাত্র-জনতার আন্দোলনকালে মহানগরের চারাদিঘীর পাড়ে তাদের উপর হামলা ও নাশকতার অভিযোগে ৩ সেপ্টেম্বর আদালতে নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা-মামলায় (কোতোয়ালি থানার এফআইআর নং-০৬/৪০৫) ৪৫ নং আসামি তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com