• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভ্যালিসিটি সোসাইটির উদ্দ্যোগে মৌলভীবাজারের বন্যার্তদের মধ্যে ১৫০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
ভ্যালিসিটি সোসাইটির উদ্দ্যোগে মৌলভীবাজারের বন্যার্তদের মধ্যে ১৫০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ

ভ্যালিসিটি সোসাইটির উদ্দ্যোগে মৌলভীবাজারের বন্যার্তদের মধ্যে ১৫০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

বন্যা দুর্গত মানুষের কষ্ট সবাই ভাগ করে নিতে পারলে অতি সহজে তাদের এই দুর্যোগ কেটে উঠা সম্ভব। ভ্যালি সিটি সোসাইটি একটি সুন্দর আবাসিক এলাকা এই এলাকার পক্ষ থেকে আমরা বিভিন্ন দুর্যোগে তাদের পাশে দাড়িয়েছি এবার ও তাদের পাশে দাড়িয়ে আমরা নিজেদের কে ধন্য মনে করছি।

রবিবার (২২ সেপ্টেম্বর) ভ্যালিসিটি সোসাইটির উদ্দ্যোগে মৌলভীবাজারের রাজনগরের টেংগা ইউনিয়নে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী প্রেরণকালে বক্তারা একথাগুলো বলেন।

সোসাইটির সভাপতি ফারেছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. কামরুল গাফফার জাকি এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা ফরিদ বকস, সহিদ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাদ আহমদ চৌধুরী, সদস্য লেঃ কঃ এম আতাউর রহমান পীর, মোঃ আব্দুল কুদ্দুস, কাজী সেলিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ১২০ টি পরিবারের মধ্যে ১৫০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২০৮ পড়েছেন