• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চলমান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
সিলেট ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চলমান

সিলেট ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চলমান

Sharing is caring!

সিলেট সিটি করপোরেশনের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহানগরের কয়েকটি এলাকায় হকারদের উচ্ছেদে ফের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা বেশ কিছু ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়।

দিনভর এই অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।

সিসিক সূত্র জানায়, হকারদের উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহানগরের বেশ কিছু ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। তবে কাউকে জরিমানা করা হয় নি। সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত মহানগরের কাজিটুলা থেকে কুমারপাড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে সিসিক।

১৬৭ পড়েছেন