
নেপালে ভূমিধস সৃষ্টি হয়েছে । ধারণা করা হচ্ছে, সেই ভূমিধসে চাপা পড়েছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) একাডেমির ছয় ফুটবলার।
এক বিবৃতিতে তাদের নিখোঁজ হওয়ার খবরটি নিশ্চিত করেছে এএনএফএ।
ঘটনাটি ঘটে ইন্দ্রসরোয়ারে, যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে খুব বেশি দূরে নয়। বিবৃতিতে এএনএফএ জানাইয়, ‘উদ্ধার কাজ এখনো চলছেৃএকইস্থানে থাকা অন্যান্য ফুটবলারদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে বন্যা ও ভূমিধসে নেপালজুড়ে মারা গেছেন প্রায় ৫০ জন মানুষ।
মকবানপুর জেলার একটি হোস্টেলে রাখা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীর ৪০ ফুটবলারকে। এর মধ্যে ৩৪ জনকে নিরাপদ আশ্রয়ে আনা হয়। কিন্তু বাকি ছয় জন আরেকটি ভূমিধসে চাপা পড়ে যায়। আঞ্চলিক পুলিশ অফিসের তথ্যমতে নিখোঁজ ফুটবলারদের নাম হলো- আদিত্য বালামি, প্রিয়ন্ত আচার্য, অনুপম ঘালান, সায়মন্ড ইয়োঞ্জন, দিবস বানিয়া ও বিকল রেগমি।
ভিমফেদি পুলিশের প্রধান ইন্সপেক্টর ললিতা ধাকাল নেপালি গণমাধ্যমকে বলেন, এএসআই ভোজরাজ নিউপানের নেতৃত্বে পাঁচজন পুলিশের একটি উদ্ধারকারী দল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ এ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভূমিধসে চাপা পড়া বাকিদের খুঁজে পেতে চেষ্টা চলছে। এছাড়া তিনি নিজে নয়জন পুলিশ সদস্যের একটি দল নিয়ে অতিরিক্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com