• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহ আমানত হলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪
শাহ আমানত হলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার

শাহ আমানত হলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার

Sharing is caring!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে চবির প্রক্টরিয়াল বডি। এ সময় ১৬টি রামদা, ৭টি হেলমেট, মদের বোতলসহ অসংখ্য রড-স্টাম্প উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেশকিছু ধারালো দেশি অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। আগামীকাল বাকি হলগুলোতে তল্লাশি চালানো হবে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের মতো আজও আমরা হলে অভিযান পরিচালনা করেছি।

২২৫ পড়েছেন