• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
ছাতকে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

ছাতকে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

Sharing is caring!

 ছাতকে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ গত বৃহস্পতিবার ৩ অক্টবর ভোর ৬ ঘটিকার সময় উপজেলার বাশখালা গ্রামস্থ সুরমা ব্রিজের এপ্রোচ সড়কে অভিযান চালায় ছাতক থানা পুলিশের একটি দল। ছাত থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর আলম,এসআই(নিঃ) মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।

এসময় পিকআপ ভর্তী ৩ হাজার কেজি ভারতীয় চিনি সহ তিন জনকে আটক করা হয়।আটককৃতরা উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং ননীগাঁও গ্রামের মোঃ কামরান হোসেন (২০)হব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

পুলিশ জানায় আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ও মামলা দায়ের বিষয় নিশ্চিত করে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন চোরাচালান সহ মাধকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

১৬৩ পড়েছেন