• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না-আশরাফ

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না-আশরাফ

কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না-আশরাফ

Sharing is caring!

আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল ইসলাম আশরাফ নামে এক নেতা। বুধবার (১৬ অক্টোবর) ঝিনাইদহে মিডিয়া হাইজে এসে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।

আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে তিনি তার অসুস্থতার কারণে সবার কাছে দোয়াও চেয়েছেন। আশরাফুল ইসলাম আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আশরাফুল ইসলাম বলেন, আমি একজন হার্টের রোগী। আমার কিছুদিন আগে বাইপাস সার্জারি করা হয়েছে। দীর্ঘদিন রোগে আক্রান্ত থাকার কারণে এখন আমি খুবই অসুস্থ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের দলের সঙ্গে আমার আর কোনো সংযোগ নেই। আমি সংগঠন থেকে চিরতরে অব্যাহতি নিলাম। রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। আমি আর রাজনীতির সঙ্গেই যাব না। স্বাভাবিক জীবন যাপন করতে চাই। যে কয়দিন বেঁচে আছি, সবার কাছে দোয়া প্রার্থী। আমি অসুস্থ মানুষ, যেন ভালো থাকতে পারি।

১২৭ পড়েছেন