
নিখোঁজের একদিন পর এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় সংলগ্ন একটি পুকুর থেকে হোসাইনুর রহমান নাহিদ (১০) এর মরদেহ উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাহিদ হবিগঞ্জ পৌরসভার নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মিছবাহউর রহমান ফরহাদের পুত্র। সে হবিগঞ্জ শহরের একটি মাদরাসার ২য় শ্রেণীর ছাত্র।
জানা যায়- বুধবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধুলা শেষে পুকুরপাড় সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় নাহিদ। এরপর দীর্ঘক্ষণ চলে গেলেও তার কোন খোজঁ পাওয়া যায়নি। এক পর্যায়ে রাতেই তার নিখোঁজের বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন তার চাচা মোঃ মখলিছুর রহমান। করেন সাধারণ ডায়েরিও। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে তিনকোনা পুকুরপাড় সংলগ্ন পুকুরটিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেয়া হলে তারা সেখানে পৌছে মরদেহ উদ্ধার করে। এসময় কান্নায় ভেঙে পড়েন নাহিদের স্বজনরা। পরে মরদেহ তার বাড়িতে নেয়া হলে সেখানে তাকে শেষবারের মতো দেখতে ভীড় জমায় পাড়াপ্রতিবেশীসহ তার সহপাঠীরা। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com