• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসরায়েলের আকাশসীমায় একটি ‘শত্রু বিমান’

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
ইসরায়েলের আকাশসীমায় একটি ‘শত্রু বিমান’

ইসরায়েলের আকাশসীমায় একটি ‘শত্রু বিমান’

Sharing is caring!

ইসরায়েলের আকাশসীমায় একটি ‘শত্রু বিমান’ ঢুকে পড়েছে। ইহুদিশাসিত ভূখণ্ডটির স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি এগিয়ে যাচ্ছে বন্দরনগরী হাইফায়।

উত্তর উপকূল বরাবর বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন শুরু করেছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমে ‘আকাশসীমায় ঢুকে পড়েছে শত্রু বিমান’ শিরোনাম প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিমান হামলার আতঙ্কে বেশ কিছু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হচ্ছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ ইভেন্টে শনিবার (২ নভেম্বর) বলা হয়েছে, হাইফা অভিমুখে এগিয়ে যাওয়া বিমানটির অগ্রগতি সনাক্ত করা হচ্ছে। ইসরায়েলের উত্তরে একটি ড্রোন অনুপ্রবেশ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরা বলছে, শত্রু বিমান ঢুকে পড়ার ঘটনায় ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে ছে। বন্দরনগরী হাইফাসহ সর্বত্র সতর্ক সাইরেন বেজে উঠেছে। কোন ধরনের বিমান ইসরায়েলের আকাশসীমায় ঢুকেছে, এখন পর্যন্ত কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারেনি।

অবশ্য, দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বিমান নয় বরং ড্রোন ঢুকে পড়েছে আকাশসীমায়। সেটি বন্দরনগরী হাইফার দিকে এগিয়ে যাচ্ছে পর্যবেক্ষক সংস্থা।

এর আগে ইসরায়েলে রকেট ও পরে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন।

৭৯ পড়েছেন