• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন: প্রেমিক আশরাফুল গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন: প্রেমিক আশরাফুল গ্রেপ্তার

স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

Sharing is caring!

ডেস্ক রির্পোট: স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে (৩০) কুপিয়ে হত্যার প্রধান আসামি স্বামী আজিজ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।  মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জয়নাল আবেদীন মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফুল বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। তিনি স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানার অংশীদার (মালিকানা) হিসেবে চাকরি করতেন। এ ঘটনায় নিহতের ভাই শিমুল বিশ্বাস দুই জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব কর্মকর্তা মেজর জুন্নুরাইন বিন আলম সংবাদ সম্মেলনে বলেন, আজিজ তার স্ত্রী তসলিমা এবং দুই সন্তানকে নিয়ে ৮ বছর ধরে শ্রীপুর পৌরসভার বকুলতলা (চন্নাপাড়া) এলাকায় বসবাস করছেন। সেখানে থেকে আজিজ মিয়া রাজমিস্ত্রীর ঠিকাদারি এবং স্ত্রী স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করছেন। এক পর্যায়ে কারখানা কর্মকর্তা আশরাফুল বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, ঘটনার দিন স্বামী আজিজ মিয়া বাড়ির পাশেই স্থানীয় মামুনের বাড়িতে কাজের জন্য যায়। কাজের সরঞ্জামাদি ভুলে বাসায় ফেলে আসলে আবারও বাসায় ফিরে আসে। ঘরে প্রবেশের পূর্বে বাইরে থেকে সে শুনতে পায় তার স্ত্রী প্রেমিক আশরাফুল বিশ্বাসকে মুঠোফোনে বলে স্বামী দূরে কাজে চলে গেছে এবং দুই ছেলে স্কুলে গিয়েছে। বাসা ফাঁকা, তুমি সকাল সাড়ে ১০টার দিকে বাসায় আসো। এ কথা শুনে আজিজ বাইরে বাথরুমে লুকিয়ে থাকে। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সব কথা শুনে আজিজ ক্ষিপ্ত হয়ে ডাইনিং টেবিলের নিচে রাখা বটি দিয়ে আশরাফুলকে মাথা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং স্ত্রী তসলিমা আক্তারকেও গলা ও গালে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘরের বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায়। এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করলে র‌্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালের কাঁঠালী এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, বেলা ১১টার দিকে প্রেমিক আশরাফুল বাসায় এসে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারা ঘরের ভিতর টেলিভেশিনের ভলিউম বাড়িয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। পরে আজিজ বাথরুম থেকে বের হয়ে দরজা খোলার জন্য বাহির থেকে কড়া নেড়ে চিৎকার শুরু করে। স্ত্রী তসলিমা ঘরের ভিতর থেকে দরজা খুলে দিলে আজিজ ঘরে প্রবেশ করে আশরাফুল এবং তার স্ত্রীকে ঘরে দেখতে পেয়ে রেগে গিয়ে ভিতর থেকে তালা লাগিয়ে দেয়। পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে কয়েক মাস যাবত তাদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করে। গত শুক্রবারও কারখানার ভিতর তাদের মধ্যে অনৈতিক মেলামেশার কথাও স্বীকার করেন তারা।

৯৭ পড়েছেন