
ডেস্ক রির্পোট: নতুন করে আরও দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার সকালে এ আদেশ দেন। পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ সকাল সাড়ে ছয়টার পর আনিসুল, সালমান, কামাল ও সুমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মিরপুর থানায় দায়ের করা নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন হত্যাচেষ্টা মামলায় আনিসুল, সালমান ও কামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এর বাইরে আনিসুল হককে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদনও মঞ্জুর করেন। এরপর আনিসুল, সালমান, কামাল ও সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান ও আনিসুল। এখন পর্যন্ত সালমানের ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর আনিসুলের রিমান্ড মঞ্জুর হয়েছে ৩২ দিন। গত ১৮ অক্টোবর গ্রেপ্তার হন কামাল। তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। অন্যদিকে ২২ অক্টোবর গ্রেপ্তার হন সুমন। তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com