
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।
দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পর বেশ চাপে আছেন আফ্রিদি। এবার তাকে নিয়ে কথা বললেন দীঘি।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। এদিন বিশেষ সম্মাননাও পান এই অভিনেত্রী। সম্মাননা নিয়ে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে। এসময় তৌহিদ আফ্রিদি সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দীঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনও প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখবো না এমন নয়। আমি তার বন্ধু আছি, সবসময় থাকবো।
দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন। সবশেষ সরকারি অনুদানের নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’-এর মাধ্যমে আবার বড় পর্দায় আসে দীঘি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com