• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুরির মালামালসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
চুরির মালামালসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

Sharing is caring!

সিলেটের ধোপাদিঘীরপাড়স্থ ‘রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ’ থেকে বিভিন্ন জিনিস নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনার ৮ দিন চুরির মালামালসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়ার ছেলে মো. বরকত উল্লাহ (২০) ও সিলেট সদর উপজেলার দাসপাড়া এলাকার মো. আব্দুল মান্নান শেখের ছেলে মো. সুজন শেখ (৩২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১০ নভেম্বর রাত ৩টা ৫০ মিনিটির দিকে মহানগরীর ধোপাদিঘীরপাড়স্থ ‘রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ’ হতে ২ লাখ ৫০ হাজারন টাকার মালামাল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাজনপট্টি এলাকা থেকে বরকত ও সুজন শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চোরাইকৃত মালামাল ধোপাদিঘীরপাড়স্থ পাবলিক টয়লেটের স্লাবের উপর থেকে উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১০৫ পড়েছেন