
প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছেন জেমস ও তার দল।
নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুরের বরাতে জানা গেছে, সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো সেখানে কনসার্ট করবেন নগরবাউল জেমস।
রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।
তিনি জানান, আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছেন জেমস ও তার দল। ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে কনসার্টটি।
রক্ষণশীলতার মোড়ক থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়, খুলে দেয়া হয় সৌদির সিনেমা হলগুলো।
এর আগে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ এর আয়োজনে জেমস কনসার্টে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com