• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ ৫ জন আ ট ক

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ ৫ জন আ ট ক

Sharing is caring!

পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ রুকু মিয়া (২৭), মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেন। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মোটর সাইকেল চোরকে আটক করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

১৩২ পড়েছেন