
পেরুর লিমাতে গত ১৪ নভেম্বর পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল। এদিন ম্যাচের প্রথমার্ধে ৩-২ দুইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো।
গতকাল রোববার (২৪ নভেম্বর) কলম্বিয়া ও আজেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের। ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
এর আগে শনিবার প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় আর্জেন্টিনা।
রোববার (২৪ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা।
সেমিফাইনাল এবং ফাইনালে চমক দিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে।
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল, বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জিতে দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে পারেনি সেলেসাওরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com