• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল

Sharing is caring!

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাবর-রিজওয়ানরা। আর এই সফরের তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু করবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৪ ডিসেম্বর। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড

টি-টোয়েন্টি : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির ও উসমান খান।

ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির ও উসমান খান।

টেস্ট : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব ও সালমান আলি আঘা।

প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর, দ্বিতীয়টি ১৯ ডিসেম্বর, তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ২২ ডিসেম্বর মাঠে নামবে দুই দল। এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য।

জোহানেজবার্গে ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনে।

১৪৫ পড়েছেন