• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪
পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

Sharing is caring!

নিখোঁজের দু’দিন পর নিজ গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু ইব্রাহিম খলিলুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম সহপাঠীদের সাথে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার সন্ধানে রাতভর অনেক খোঁজাখুঁজিসহ এলাকাজুড়ে মাইকিং করেও তার কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন। পরদিন রোববার এ ঘটনায় থানায় একটি জিডি (নং ৩৪৩) করা হয়।

সে ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র। তবে অস্বাভাবিক রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে অনেক কানাঘুষা চলছে স্থানীয় জনমনে।

এদিকে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ছোট্ট শিশুরা ওই (কুশিউরা) গ্রামের একটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। হঠাৎ ছিটকে পড়া খেলার বল খুঁজতে গিয়ে নির্মাণাধীন ওই পরিত্যক্ত ঘরে শিশু ইব্রাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে শোর চিৎকার শুরু করে শিশুরা। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

১২৮ পড়েছেন