• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাঝারি থেকে ঘন কুয়াশা বাড়বে দেশের বিভিন্ন এলাকায়

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪
মাঝারি থেকে ঘন কুয়াশা বাড়বে দেশের বিভিন্ন এলাকায়

Sharing is caring!

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বাড়বে জানিয়েছে,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর । একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও রংপুর এবং রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্ববর্তী দিনের মতোই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পূর্ববর্তী ২৪ ঘণ্টার মতো একই রকম থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি খুব সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

১০৬ পড়েছেন