
রাজবাড়ীর গোয়ালন্দে প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর জাঁকজমকপূর্ণ এর মধ্যে দিয়ে ফাইল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে সাত ঘটিকার সময়ের দিকে আফরা ট্রেডার্সের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর মাঠে ফাইনাল খেলার মধ্যে দিয়ে তৃতীয় আসরেথ খেলা সমাপ্ত হয়।
ফাইনাল খেলায় আফরা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও টুর্নামেন্টের আহ্বায়ক আসাদুল আলম সুজনের সভাপতিত্বে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহ-কারি শিক্ষক ও খেলার ধারাভাষ্যকার শফিক মন্ডলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ,পৌর বিএনপি’র সভাপতি আবুল কাশেম মন্ডল,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্ন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার শহিদুল ইসলাম বাবলু,এ সময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো.সাজ্জাত হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব ও সাবেক ফুটবলার কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ।
আফরা ট্রেডার্সের আয়োজিত এবারের আসরে জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ১৬টি দল ৪ টি গুরুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশ করেছিলেন ।
এবারের জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণ দল গুলো ছিল: ১| উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাদশ, আদদ্বীন-আয়ান স্পোর্টিং ক্লাব, ফারুক স্মৃতি ক্রিকেট একাদশ, ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব, আদীব সারাহ ফাউন্ডেশন, মৃধা স্পিড ফায়ার, কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব, সামাদ মনি স্মৃতি সংঘ কুমড়া কান্দি, রাজা স্মৃতি সংঘ, আনন্দ একাদশ,লাম একাদশ, সেলিম একাদশ, দুর্দান্ত ক্রিকেট একাদশ, টিএস রিয়াজ ক্রিকেটপ্রেমী একাদশ, গুড এন্ড ওয়াইল্ড, ফ্রেন্ড হাং আউট প্রমুখ।
ফাইনাল খেলায়, দুর্দান্ত ক্রিকেট একাদশ বনাম মৃধা স্পিড ফায়ার এঁকে অপরের মোকাবেলা করে। টচে জয়লাভ করে দুর্দান্ত ক্রিকেট একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।মৃধা স্পিড ফায়াকে আমন্ত্রণ জানান ব্যাটিং করার জন্য।
মৃধা স্পিড ফায়ার তাঁদের নির্ধারিত ১৪ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ১১১ করতে সক্ষম হয়। জবাবে দুর্দান্ত ক্রিকেট একাদশ ১১২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৪ ওভারের ১ ওভার বাকি রেখে ১ উইকেট হাতের রেখে ৭ উইকেট বিনিময়ে ১১২ রান করে জয়লাভ কর বিজয়ী দলের এপি আকাশ ম্যান অফ দ্যা সিরিজ ও ম্যান অফ দ্যা ম্যাচ সর্বোচ্চ রান দাতা (৫০ রান)
নির্বাচিত হন।
ফাইনাল খেলা টির পরিচালনার দায়িত্ব ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব জাকির হোসেন ও গোলাম মোস্তফা সোহাগ, আয়োজক কমিটির সভাপতি ও আহ্বায়ক আসাদুল আলম সুজন বলেন, খেলা ধুলা আমার সখ ও নেশা ও বলতে পারেন । আ রং এমন নেশা থেকেই প্রতি বছর এই রকম খেলাধুলা আয়োজন করে থাকি। এবারের তৃতীয়বারের মতো শেষ হয়েছে আমার এই আয়োজন। এবারের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সার হিসেবে ছিল। সেই সঙ্গে আমরা ট্রেডার্স এর পক্ষ থেকে অসহায়দ্রস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি ছিল।সর্বশেষে রানার আপ ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com