
শোবিজে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত পরিস্থিতির সম্মুখীনও হতে হয়েছে অনেক তারকাকেই। বিশেষ করে অভিনেত্রীরা। এবার এক পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী আইশা খান। তার বছরখানেকের ক্যারিয়ারেও সম্মুখীন হয়েছেন তিক্ত পরিস্থিতির।
গণমাধ্যমকে আইশা বলেন, আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাই আমাকে কল দেন। কিন্তু আমি খুব আপসেট ছিলাম। কারণ কষ্ট বেশি না পেলে এ ধরনের পোস্ট দিতাম না। দুই বছর হয়ে গেছে টাকা দিচ্ছেন না। গত আট মাস ধরে একই অজুহাত দিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে সামনে মাসে টাকা এলেই দিয়ে দেবেন। গত ১০ মাস ধরে একই কথাগুলো শুনছি। আর শুনতে চাচ্ছিলাম না। এ জন্য ফোনটা ধরিনি। এর পাঁচ মিনিট পর দেখি উনি আমাকে ‘থ্যাংকস’লিখে খুদে বার্তা পাঠিয়েছেন।
আইশা বলেন, তার শ্বশুর তখন অসুস্থ ছিলেন। আমার এক লাখের ওপরে বকেয়া ছিল। যেহেতু ঈদ মৌসুম ছিল, তাই ভাইয়ার কাছে আমি পারিশ্রমিক চাই। উনি আমাকে ৫০ হাজার দেন। এখনও ৬২ হাজার বাকি। ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন। ফোন দিলেই নানা অজুহাত দেন।
অভিনেত্রী বলেন, ২৬ পর্বের একটি ওয়েব সিরিজের কাজ ছিল। ২০২২ সালের অক্টোবর কিংবা নভেম্বরে সম্ভবত শুটিং শুরু হয়। মাসে দেখা যেত এক দিন করে শুটে যেতে হয়েছে আমাকে। প্রথম দুটি বিল আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন তিনি। এরপর থেকে দেরি করে দিতেন। সর্বশেষ চলতি বছরের কোরবানি ঈদে বিল দেন।
জানা গেছে, পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বকেয়া টাকা পরিশোধ করছেন না অভিনেত্রীর। গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মাতাকে মেনশন করে বিষয়টি জানান আইশা।
ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পীই হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের পারিশ্রমিক আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com