
সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু এবং ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের সবজি মার্কেটে এ ঘটনা ঘটে।আগুন লাগার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বরা দিয়ে রয়টার্স জানিয়েছে, আগুন লাগার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, ২০১১ সালে মার্কেটটি চালু করা হয়েছিল। মার্কেটটিতে বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীও বিক্রি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com