
কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ রাতের আঁধারে ঘরের সামন থেকে তুলে নিয়ে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়ের মা তাতে রাজি না হওয়ায় তারা আর বিষয়টি ধামাচাপা দিতে পারেনি।
বিষয়টি ৩ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিকটিমের মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করেন কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম তার পরিবারের সাথে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আইন উদ্দিনের কলোনিতে বসবাস করেন। গত ৩ জানুয়ারি রাত ১২টা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ২/৩ জন মিলে তাকে মুখ চেপে ধরে সেখান থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তারা রাত ২টায় ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার করলে তাকে মারধর করে তার পড়নে থাকা কাপড়চোপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, আমরা অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। এছাড়া ভিকটিমের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা কথা বলেছেন। এ বিষয়ে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com