• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকালে মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের শোক

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকালে মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের শোক

Sharing is caring!

মাদানিয়া ক্বোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর আজীবন সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, হযরত আল্লামা মুকাদ্দাস আলী (রহ) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ।

সোমবার বাদ জোহর বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী পরিষদের জরুরী সভায় হযরতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে আগামী ২২ জানুয়ারী বুধবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সিলেট শহরের শিবগঞ্জস্হ যোগাযোগ কমপ্লেক্সে শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগত এ মাহফিলে বোর্ডের অন্তর্ভুক্ত সকল কেন্দ্রের সম্মানিত আমীর/নাযিম/ শিক্ষকমন্ডলী, বোর্ডের মজলিশে শুরা ও আমেলার সদস্যবৃন্দ এবং মাদানিয়ার নবীন-প্রবীণ শিক্ষার্থীগণ ও সর্বস্তরের উলামা-তুলাবা উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে দাওয়াত করা হয়েছে।

১২৮ পড়েছেন