
শনিবার (১৮ জানুয়ারি) কিয়েভ নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রাশিয়ার এ ক্ষেপনাস্ত্র হামলাকে ইউক্রেন আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপনাস্ত্র সিস্টেম ব্যবহার করে প্রতিহত করলেও ৬ জন নিহত হয়েছেন।
ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্রসহ পৃথক হামলায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভে নিহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে ৪৫ এবং ২৫ বছর বয়সী দু’জন পুরুষ এবং ৪১ বছর বয়সী একজন নারী রয়েছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার অবসানে মস্কোর উপর চাপ প্রয়োগ করেন।
এএফপি প্রতবেদনে বলা হয়, রাশিয়া প্রায়ই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এ ধরনের হামলা বিরল। রাজধানী কিয়েভের বিমান প্রতিরক্ষা সুরক্ষা ইউক্রেনের যেকোনো স্থানের তুলনায় বেশি।
তবে, মস্কো দাবি করেছে, তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী কিয়েভে স্থাপিত সামরিক স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com