
পুরুষ বিপিএলের প্রথম আসরে শাকিব খান ব্যর্থ হলেও নারী বিপিএলে দল নিতে চান তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে ছেলেদের বিপিএলের। এরপরই মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। যেখানে অংশগ্রহণ করবে তিনটি দল।
পুরুষ বিপিএলের পর প্রথমবার মাঠে গড়াবে নারী বিপিএল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। যেখানে প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।
কয়েক দিন আগে নারী বিপিএল নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে।
ইতোমধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দল নিতে বিসিবিকে আগ্রহ দেখিয়েছে। নাম লেখাতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালসও। আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালস ও শাকিব খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি।
তিনি বলেন, আমরা নারী বিপিএলেও দল নিতে চাই। আমাদের মধ্যে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি বিসিবির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com