
উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও আমাদের জন্য শত্রু বা হুমকি নয়। তবে হ্যাঁ, এ কথা সত্য যে আমাদের শত্রুর অভাব নেই। এ মুহূর্তে অনেকের কথাই চিন্তায় আছে। কিন্তু আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর (যুক্তরাষ্ট্রের) শত্রু নয় বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ।
সোমবার (২০ জানুয়ারি) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই আলোচনায় তিনি। এবার সদ্য সাবেক বাইডেন প্রশাসনের কাছ থেকে ‘শত্রু’ তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই রিপাবলিক নেতা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়া হেরাল্ড’ এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করতাম, তিনিও আমাকে পছন্দ করতেন। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল।
সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষর করার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে আসেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।
এ সময় সদ্য সাবেক বাইডেন প্রশাসন নিয়েও কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, বাইডেন প্রশাসন ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি। কিন্তু কিম এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা। আর আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পই এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দেখা করেছেন। এখন পর্যন্ত তিনি কিমের সঙ্গে তিনটি সম্মেলনে দেখা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com