• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকার ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে-ভূমি উপদেষ্টা আলী ইমাম

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
সরকার ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে-ভূমি উপদেষ্টা আলী ইমাম

Sharing is caring!

পাকিস্তান, মিয়ানমার, ভিয়েতনাম ও ভারত থেকে এ বছর সরকার ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ইতোমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় ৫০ হাজার টন চাল এসেছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন আসবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, চাল আমদানির কারণে বাজারে মোটা চালের দাম ৫ টাকা কমেছে। এ ছাড়া রমজান মাসে সারাদেশে ৫০ লাখ মানুষের জন্য একটি খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হবে।

৯৯ পড়েছেন