• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

Sharing is caring!

সীমান্ত থেকে আল আমিন নামে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই কৃষককে দিনাজপুরের বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেলে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।

আল আমিন উপজেলার দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আটক কৃষককে ছেড়ে দেয় বিএসএফ।

স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। সে সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়।

৭৯ পড়েছেন